সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ভিডিওটি শেষ পযর্ন্ত দেখুন নীলছবির মরনফাদ থেকে বাচতে চাইলে | Body care tips

ভিডিওটি শেষ পযর্ন্ত দেখুন নীলছবির মরনফাদ থেকে বাচতে চাইলে | Body care tips নীলছবির নেশা কতটা ক্ষতিকর? এটি কি সত্যিই মরণফাঁদ? এসব নিয়ে চলছে জোর গবেষণা। গবেষণায় উঠে এসেছে মারাত্মক সব তথ্য। বর্তমানে অনলাইনে পর্নোগ্রাফি সুলভ হওয়ার কারণে সহজেই তার নেশায় পড়ছে মানুষ। 'ল্যাপটপ ও কম্পিউটার বাদ দিলেও এখন পোর-জি ও থ্রি-জি কানেকশনের দৌলতে হাতের মুঠোয় পৌঁছে গিয়েছে পর্নের পসার।' প্রচলিত বিশ্বাস, শুধুমাত্র পুরুষই পর্নের ভক্ত। কিন্তু , এই ব্যাপারে মেয়েরা পিছিয়ে নেই। তাঁর মতে, 'এর জন্য সহজলভ্যতাই দায়ী।' পর্ন ওয়েবসাইট 'পর্নহাব'-এর এক সমীক্ষায় জানা গিয়েছে, পর্ন দেখিয়েদের এক তৃতীয়াংশ নারী। ওই সমীক্ষাতেই জানা গিয়েছে, বিশ্বে পর্ন দর্শনার্থীর সংখ্যার বিচারে তৃতীয় স্থানে রয়েছে ভারত। লাল সঙ্কেত: বয়ঃসন্ধির হরমোন ক্ষরণ হোক বা বয়স্কদের কৌতুহল, জীবনের কোনও এক সময় অধিকাংশ মানুষই পর্ন দেখেন পর্নের নেশার ৬ লক্ষণ: ১) সপ্তাহে ১০ ঘণ্টার বেশি পর্ন দেখা। ২) লিঙ্গ উত্থান ও বীর্যপাতের সময় সমস্যা দেখা দেওয়া অথবা স্বাভাবিক যৌন জীবন যাপন ব্যাহত হওয়া। ৩) পর্ন দেখার সময় মেপে সারা দিনের রুটিন তৈরি করা। ৪) বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা পারিবারিক সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়ে পর্ন দেখে বেশি আনন্দ পাওয়া। ৫) ক্লান্তি, বিষন্নতা বা বিরক্তি দূর করতে পর্নকেই একমাত্র বিনোদন হিসেবে বেছে নেওয়া। ৬) পর্ন দেখার জন্য ক্রমাগত নিজেকে দোষারোপ করা। মানসিক অবসাদ: বয়ঃসন্ধির সময় বহু ছেলেই পর্ন দেখাকে পৌরুষের নিদর্শন বলে মনে করে। কিন্তু এরপর ধীরে ধীরে পর্নের নেশা পেয়ে বসলে জীবনে তার সুদুরপ্রসারী প্রভাব রয়ে যায়। শারীরিক, মানসিক এমনকি আর্থিক সহ্কটও এর জেরে দেখা দেয়। পর্নে নেসাগ্রস্তদের প্রায়ই অতিরিক্ত শারীরিক ক্লান্তি, মানসিক অবসাদ এবং মনের ওপর অতিরিক্ত চাপের শিকার হতে দেখা গিয়েছে। মনোবিদ ডক্টর পারুল ট্যাঙ্কের ব্যাখ্যা, 'দীর্ঘ সময় ধরে পর্ন দেখার ফলে ল্যাপটপ বা স্মার্টফোন অফ করার পরেও মনের মধ্যে সেই সমস্ত যৌন উত্তেজক দৃশ্য ঘুরতে থাকে। এর ফলে মানসিক পরিশ্রম বাড়ে।' লিবিডোর দফারফা: যৌন উত্তেজক ভিডিয়ো দেখা নিয়মিত চর্চায় রূপান্তরিত হলে বাস্তব জীবনে যৌনতার প্রতি আকর্ষণ কমতে বাধ্য। কম্পিউটার বা স্মার্টফোনের পর্দায় দীর্ঘ সময় পর্ন দেখার ফলে যৌন উত্তেজনার ভাঁড়ার নিঃশেষ হয়ে যায়। বাস্তবে যৌনসঙ্গীর সাহচর্য তাই কামোত্তেজনা বাড়াতে ব্যর্থ হয়। এর জেরে বহু সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। Subscribe For The Most Popular Bangla Lifestyle Tips - https://goo.gl/cUJprD ************** Our Official Sites ↓ ********** Facebook page: http://bit.ly/2m1uPn Twitter : http://bit.ly/2lWXQ3g Google plus : http://bit.ly/2n50fL3 Reddit : http://bit.ly/2mi7FdP VK club: http://bit.ly/2mkTXZc Google plus community : http://bit.ly/2mXawfm Stumpleupon : http://stumble.it/2m1ATwB Thanks For Watching. Please Subscribe and Stay Tune With Us.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন