শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

তিনটি সহজ উপায়ে যে কাউকে আপনার প্রতি বশীভূত করুন !

তিনটি সহজ উপায়ে যে কাউকে আপনার প্রতি বশীভূত করুন ! ৩টি উপায়ের সাহায্যে কাউকে বশীকরণ করতে হলে কোনো প্রকার তন্ত্র মন্ত্রের প্রয়োজন নেই । আজ আমি আপনাদেরকে বশীকরণ করার যে সহজ, বাস্তববাদী ও বেতিক্রমী উপায় বলবো তা চাণক্য পন্ডিতের নীতিশাস্ত্র থেকে সংগৃহীত । এ উপায়ের মাধ্যমে কোনো প্রকার তন্ত্র মন্ত্রের সাহায্য ছাড়াই যে কাউকে বশীকরণ করতে পারবেন । যেকোনো বেক্তি নিজ ইচ্ছায় আপনার প্রতি বশীভূত হবে । কাউকে নিজের প্রতি বশিভূত করতে হলে প্রথলে ওই বেক্তিটি কেমন তা আপনাকে ভালো করে জানতে হবে । কারণ মানুষের জাত পাত ভিন্ন ভিন্ন হলেও চাহিদা ও চারিত্রিক বৈশিষ্ট প্রায় একটি রকম হয়ে থাকে । আর এই চাহিদা ও চারিত্রিক বৈশিষ্টকে কাজে লাগিয়ে যে কাউকে বশীকরণ করা যায়, আর সে কথাই বলছে চাণক্য পন্ডিতের নীতিশাস্ত্র । এখন আপনি হয়তো ভাবছেন সেটা আবার কিভাবে সম্ভব । চাণক্য পন্ডিত তার নীতিশাস্ত্র বলেছেন লোভী, জেদী এবং বোকা মানুষকে সহজেই বশীকরণ করা যায় । আমাদের চারপাশে নানান রকমে মানুষ আছে । কারো টাকার প্রতি লোভ বেশী আবার কারো অভিমান বেশী । কিছু মূর্খ ব্যাক্তি আছে আবার কিছু বুদ্ধিমান । তাই আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন সে কেমন মানুষ সেটা আগে নির্ধারণ করুন । যদি ওই বেক্তিটি লোভী হয় তবে তাকে নানা রকম উপহার বা টাকা দিয়ে সহজেই বশিভূত করতে পারবেন । আর যেসব মানুষ জেদী বা অভিমানী হয় তাদের সামনে হাত জোড় করে, উচিত মান সম্মান দিয়ে তাদেরকে সহজে বশিভূত করা যায় । আর যদি কোন বোকা বা মূর্খ ব্যাক্তিকে নিজের বশিভূত করতে চান তাহলে তাঁর কথায় সাই দিতে হবে । মিথ্যে প্রশংসা মূর্খ ব্যাক্তিদের খুব পছন্দ । মূর্খ বেক্তিদের তার কথা মতো চলে এবং আনন্দ দিয়ে সহজেই বশ করা যায় । কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান মানুষকে এসব দিয়ে কখনই বশ করতে পারবেন না । যদি জ্ঞানী ও বুদ্ধিমান মানুষকে নিজের প্রতি বশীভূত করতে চান তাহলে তার কাছে কাছে সবসময় সত্য কথা বলুন । তাতেই ওই বেক্তি আপনার প্রতি বশীভূত হবে । Subscribe For The Most Popular Bangla Lifestyle Tips - https://goo.gl/cUJprD ************** Our Official Sites ↓ ********** Facebook page: http://bit.ly/2m1uPn Twitter : http://bit.ly/2lWXQ3g Google plus : http://bit.ly/2n50fL3 Reddit : http://bit.ly/2mi7FdP VK club: http://bit.ly/2mkTXZc Google plus community : http://bit.ly/2mXawfm Stumpleupon : http://stumble.it/2m1ATwB Thanks For Watching. Please Subscribe and Stay Tune With Us.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন