বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

সুন্দরী প্রতিযোগীতায় কিভাবে বিচারকদের খুশী করতে হয়! | Anha Amin | Miss World Bangladesh

সুন্দরী প্রতিযোগীতায় কিভাবে বিচারকদের খুশী করতে হয়! | Anha Amin | Miss World Bangladesh ক্যামেরাম্যান, মেকাপম্যান থেকে নিয়ে আয়োজক, বিচারক সবার কাছে নিজেকে সর্বোচ্চ উজাড় করে দাও, মুকুট তোমার মাথায় উঠবেই.. এতদিন ভারতীয় অনুকরণে বাংলাদেশী আয়োজকরা বিভিন্ন নামে সুন্দরী প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছিল । এবার বাংলাদেশে সরাসরি ভারতীয়দের উদ্যাগে আয়োজন করা হয় সেই ধরনের একটি প্রতিযোগীতা। নাম মিস এ্যান্ড মিসেস অদ্বিতীয়া । প্রথম পর্ব বাংলাদেশে, দ্বিতীয় পর্ব কোলকাতায় । দুই বাংলা থেকে নাকি একজন করে মিস ও মিসেস অদ্বিতীয়া বাছাই করা হবে। হয়েছেও । কিন্তু সেই প্রতিযোগীতায় চুড়ান্ত পর্বের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত তিন জনের একজন আনহা আমিন কৌশলে কোলকাতা থেকে পালিয়ে এসে কিছু তথ্য ফাঁস করেছেন উপরের কথাগুলোর মাধ্যমে । তিনি জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে কলকাতায় অনাকাঙ্খিত ও অনৈতিক ঘটনার মুখোমুখি হই । মুসলিম নারী হিসেবে নিজেকে সেই আপত্তিজনক পরিবেশে মানাতে পারি নি বলেই মায়ের অসুস্থতার কথা বলে দেশে ফিরে আসি ।” আনহা আমিনের অভিযোগের প্রেক্ষিতে প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী সিলভিয়া আফরিন মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও বলেন, “অচেনা-অজানা জায়গায় কিছু বিব্রতকর পরিবেশের মধ্যে আমাদের পড়তে হয়েছে । এরকম পরিস্থিতি কমবেশি সব রিয়েলিটি শোতে তৈরি হয় ।” সুন্দরী প্রতিযোগিতার অসভ্যতার নামে নারী অবমাননার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সচেতন মহল বলে আসছে । কিন্তু ওসবের আয়োজক ও তথাকথিত প্রগতিবাদীরা ওই প্রতিবাদকে মৌলবাদী কর্মকান্ড ও নারী অধিকারের বিরোধীতাকারী হিসেবে চিহ্নিত করার প্রয়াস চালিয়েছে । অথচ ওই ধরনের একটি প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব থেকে একজন নারী সেই জন্যেই নিজেকে প্রত্যাহার করে পালিয়ে এসেছেন যা আমরা অনেক আগে থেকেই বলে আসছি । ওই সব প্রতিযোগিতার উদ্দেশ্য যে আসলে নারী উন্নয়ন নয় বরং নারীদের ভোগ করার একটা ষড়যন্ত্র, সেটি আবারও প্রমাণিত হয়েছে আনহা আমিনের কথার মাধ্যমে । সুন্দরী প্রতিযোগিতার মুকুট মাথায় পড়ানোর লোভ দেখিয়ে একজন মেয়েকে সামান্য মেকাপম্যান থেকে নিয়ে আয়োজক, বিচারক সহ অর্থাৎ সকল পর্যায়ের পুরুষের কাছে নিজের শরীর, আব্রু, ইজ্জতকে সপে দিতে হচ্ছে। যে যত বেশি দিতে পারবে সে তত বেশি স্কোর পাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন