বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

গরুকেও জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রস্তাব

গরুকেও জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রস্তাব ভারত থেকে বাংলাদেশে পাচার ঠেকাতে গরুকে আধার কার্ডের মতো জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রস্তাব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে সোমবার এ প্রস্তাব করা হয়। খবর- বার্তাসংস্থা এএনআই কেন্দ্রীয় সরকার বলছে, প্রতিটি গরু এবং এর বংশধরকে চিহ্নিত করার জন্য ভারতে অনন্য শনাক্তকরণ নম্বর দেয়া উচিত। এছাড়া দুর্দশাগ্রস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালুর ওপর জোর দেয়া হয়েছে। এএনআই এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশ-ভারত সীমান্তে চোলাচালান ঠেকাতে ও গরু সুরক্ষার বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, দেশজুড়ে গরু পাচার কমিয়ে আনতে প্রত্যেক জেলায় অন্তত ৫০০ গরুর ধারণ ক্ষমতাসম্পন্ন গো-আশ্রয়কেন্দ্র থাকা উচিত। উল্লেখ্য, আধার কার্ড হচ্ছে ১২ ডিজিটের অদ্বিতীয় নাম্বার যার মধ্যে নাগরিকের বায়োমেট্রিক ও জনমিতিক তথ্য লিপিবদ্ধ থাকে। অনেকটা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মতো। ভারতজুড়ে গোরক্ষকদের তাণ্ডবের মধ্যেই এই প্রস্তাবের কথা জানালো কেন্দ্রীয় সরকার। ************** Our Official Sites ↓ ********** Facebook page: http://bit.ly/2m1uPn Twitter : http://bit.ly/2lWXQ3g Google plus : http://bit.ly/2n50fL3 Reddit : http://bit.ly/2mi7FdP VK club: http://bit.ly/2mkTXZc Google plus community : http://bit.ly/2mXawfm Stumpleupon : http://ift.tt/2ovVCKG Thanks For Watching. Please Subscribe and Stay Tune With Us. ☺

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন